Sunday, 05.19.2019, 9:56 AM
My site
my book
Login form
Search
Calendar
«  May 2019  »
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031

 

gyL eÜ ev eB cwiwPwZ

 

wK N‡UwQj Iqvb B‡j‡f‡bi iv‡Z ev Gi Av‡M c‡i ? me NUbvB mvg‡b Av‡mwb | Kviv Av‡M †_‡K Rvb‡Zb Iqvb B‡j‡f‡bi K_v, Mš—e¨nxb `yb©xwZwe‡ivax Awfhvb ,ivR‰bwZK `‡ji ms¯‹vi, †KbBev nvW©jvBb †_‡K m‡i G‡m mg‡SvZvi c_... ZË¡veavqK miKv‡ii Gw·U c‡q›U | `yB eQ‡ii ZË¡veavqK miKv‡ii wZb `dvq 9 Dc‡`óv wKfv‡e cZ`¨vM ev Acmvi‡Yi c‡_, `yB eQ‡i wK NU‡Zv mwPevj‡q,  msjv‡ci `vwq‡Z¡ _vKv Dc‡`óviv wK ¯^vaxb wQ‡jb, gZcÖKv‡ki ¯^vaxbZv wQj Zv‡`i, wKfv‡e †Mvcb ˆeVK Ki‡Zb Dc‡`óviv ? Gme bvbv cÖkœ Avi ‡kL nvwmbvi `„pZv, Lv‡j`v wRqvi AbgYxqZv, gBb D Avn‡g`, nvmvb gkû` †PŠayix, Dc‡`óv‡`i Revbe›`x Ges AvIqvgx jxM-weGbwcmn †mB mg‡qi ivRbxwZi †fZ‡ii bvbvb Mí dz‡U D‡V‡Q GB eB‡q| Av‡Q weGbwc-RvgvqvZ †RvU miKv‡ii †kl mgq 2006 mv‡ji 28 A‡±vei †_‡K 11 Rvbyqvix ch©š— k¦vmi"×i mg‡qi cÖwZwU NUbvi mvg‡b-wcQ‡bi wPÎ | Iqvb B‡j‡f‡bi ‡cÖ¶vcU †_‡K bZzb miKv‡ii w`be`‡ji gwš¿mfv, ZË¡&veavqK miKvi Ges `yb©xwZ we‡ivax Awfhv‡bi mgv‡jvPbvq gyLi msm‡`i bvbv bvUKxqZv, NUbvi wcQ‡bi bvbv NUbv-iUbv....  wbDR Kfvi Kivi myev‡` cÖZ¨¶`wk© mvsevw`‡Ki eb©bv M‡íi AvKv‡i Zz‡j a‡i‡Qb  P¨v‡bj AvB-Gi mvsevw`K mÄq PvKx |

                                                                              cÖKvkK

 

†jLK  cwiwPwZ

 

mÄq PvKx | †bkv-‡ckv mvsevw`KZv| eZ©gvb Kg©¯’j P¨v‡bj AvB | g~j `vwqZ¡ cÖkvm‡bi †K›`ªwe›`y mwPevjq | ‡Uwjwfkb mvsevw`KZvi nv‡ZLwo GbwUwf‡Z| GbwUwfi ïi" †_‡K GKeQi | 2004 mv‡j ˆ`wbK KzwóqvÕi fvicÖvß m¤úv`K,hyMvš—i I GbwUwfi †Rjv cÖwZwbwa Ges Kzwóqv wi‡cvU©vm© BDwbwUi mvaviY m¤úv`‡Ki c` †Q‡o XvKvq | †fv‡ii KvM‡Ri ÷vd wi‡cvU©vi wn‡m‡e †hvM`vb | ‡mLv‡b weGbwcmn Pvi`jxq †RvU,RvZxq cvwU©,weKíaviv,MY‡dvivg Ges we`¨yZ-R¡vjvwb we‡Ui wi‡cvU©vi| c‡ii eQi 2005 mv‡ji A‡±vei †_‡K P¨v‡bj AvB-‡Z cy‡ivcywi †Uwjwfkb mvsevw`KZvq| R¡vjvwb we‡Ui cvkvcvwk wewfbœ mg‡q AvIqvgx jxM,weGbwc Ges ZË¡veavqK miKv‡ii Pvi c‡e©i Dc‡`óv‡`i we‡Ui `vwqZ¡ |

 K‡jR  †_‡K †jLv‡jwL | mvsevw`KZv ïi"i ci †_‡K `xN©weiwZ  †gŠwjK †jLvq | Avi mvsevw`KZvi ïiy ¯’vbxq ˆ`wb‡Ki Dc‡Rjv cÖwZwbwa wn‡m‡e| c‡i IB cwÎKv ‰`wbK KzwóqvÕi KzgviLvjx cÖwZwbwa †_‡K ch©vqµ‡g ÷vd wi‡cvU©vi,mve GwWUi,wbD&R GwWUi Ges me‡kl fvicÖvß m¤úv`K | GKBm‡½ 98 mvj  †_‡K ch©vqµ‡g †fv‡ii KvMR,B‡ËdvK,hyMvš—‡ii Kzwóqv †Rjv cÖwZwbwa| m¤úv`bv..wg‡VKov,ü`‡q c­veb,gbb,wegyZ© Kvi"KvR | Rb¥-Kzwóqvi KzgviLvjx |

তত্ত্বাবধায়ককে সরকার হিসেবে বৈধতা দিতে আকবর আলীর পরামর্শ
Thu, Feb 19th, 2009 8:50 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news  
ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)-- দুই বছর ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান লংঘন করেছে বলে মন্তব্য করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। 

তিনি আরো বলেছেন, এ সরকারকে তত্ত্বাবধায়ক না বলে 'অন্তবর্তীকালীন' হিসাবে সংসদে বৈধতা দিতে হবে। 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিক সঞ্জয় চাকীর 'ওয়ান ইলেভেন ও অস্বাভাবিক সরকারের গল্প' গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

আকবর আলি খান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইচ্ছা করেই তাদের মেয়াদ দীর্ঘায়িত করেছে বলে তিনি মনে করেন। 

২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত দু'টি তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডই 'ওয়ান ইলেভেন ও অস্বাভাবিক সরকারের গল্প' বইটির প্রতিপাদ্য। একুশে বই মেলা উপলক্ষে 'ইতি প্রকাশন' এটি প্রকাশ করেছে। 

রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে আরো বক্তব্য দেন চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম মাসুম, ইতি প্রকাশনের নির্বাহী পরিচালক জহির দিপ্তী ও বইয়ের লেখক সঞ্জয় চাকী। 

ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ক্ষমতায় থাকা নিয়ে আকবর আলি বলেন, "৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় মনে করে থাকলে তাদের উচিত ছিল সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তারা তা করেননি। তারা নিজেদের সিদ্ধান্তে ক্ষমতায় থেকেছেন।" 

তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত রেগুলেটরি রিফর্ম কমিশনের (আরআরসি) চেয়ারম্যান বলেন, "তিন মাসের সরকার দুই বছর ক্ষমতায় থেকে একটি খারাপ নজীর সৃষ্টি করেছে যা ভবিষ্যতে আরো খারাপ নজীর সৃষ্টিতে উৎসাহ যোগাতে পারে। ভবিষ্যতে মনে করা হতে পারে, একটি অন্তবর্তীকালীন সরকার যদি দুই বছর ক্ষমতায় থাকতে পারে, তাহলে একটি নির্বাচিত সরকার কেন পাঁচ বছরের স্থানে ছয় বছর ক্ষমতা থাকতে পারবে না। কিন্তু তাদের কোন বৈধতার প্রশ্নও উঠলো না, বিচারের মুখোমুখিও করা হলো না।" 

আরআরসি চেয়ারম্যান বলেন, "আমরা বাংলাদেশে অনেক ধরণের সরকার দেখেছি: গণতান্ত্রিক সরকার, সামরিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার ও অন্তবর্তীকালীন সরকার। এদের অনেককেই আমরা আইনগতভাবে বৈধতা দিয়েছি। কিন্তু এ সরকারকে বৈধতা দেওয়া বা বিচারের কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।" 

গত দুই বছরের সরকারকে 'আইনগত ও নৈতিকভাবে অস্বাভাবিক সরকার' আখ্যা দিয়ে তিনি বলেন, এ সরকারকে তত্ত্বাবধায়ক না বলে অন্তবর্তীকালীন বলে একে সংসদে বৈধতা দিতে হবে। কারণ এর আগেও আমরা অনেক সরকারকে বৈধতা দিয়েছি।" 

'আনাড়ী ও অদক্ষ' বলেও ফখরুদ্দীন আহমদের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করেন আকবর আলি। তিনি বলেন, "যে তত্ত্বাবধায়ক সরকার সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থেকেছে, সেটি ছিল আনাড়ী ও অদক্ষ। অনেক ক্ষেত্রেই তারা অদক্ষতার পরিচয় দিয়েছেন। তবে তাদের কোন অসৎ উদ্দেশ্য ছিল না।" 

সাবেক উপদেষ্টা এসব সমস্যা সমাধানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রতি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "গণতান্ত্রিক সরকার যদি এসবের সুরাহা না করেন, তবে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। অতীতে যে রাজনৈতিক অনিয়ম ও অনাচারের সৃষ্টি হয়েছিল সেসব দূর করতে হবে। আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই।" 

তিনি সঞ্জয় চাকীর বইটিকে ইতিহাসের একটি উপাদান হিসেবে অভিহিত করে বলেন, ভবিষ্যতে যারা ইতিহাস লিখবেন, তারা এ বইটিকে তাদের প্রাথমিক তথ্য-ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। 


 

ওয়ান ইলেভেন এবং অস্বাভাবিক সরকারের গল্প

০৩ রা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

ওয়ান ইলেভেন এবং পরবর্তী ২ বছরের তত্ত্ববধায়ক সরকারের শাসনামল নিয়ে জানার আগ্রহ কম বেশি সকলের। চ্যানেল আইয়ের রিপোর্টার সঞ্জয় চাকীর লেখা "ওয়ান ইলেভেন এবং অস্বাভাবিক সরকারের গল্প" সেই চাহিদা মেটানোর প্রয়াস। ২৮ অক্টোবর ২০০৬ থেকে ২০০৯ এর আওয়ামী লীগ সরকারের শুরুটাও তুলে ধরেছেন চাকী। তথ্যবহুল বইটি সংগ্রহে রাখার

Entries archive
Our poll
Rate my site
Total of answers: 9
Site friends
  • Create your own site
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Copyright MyCorp © 2019